সৌদি আরবে গৃহক’র্মীর কাজ করতে গিয়ে অমা’নুষিক নি’র্যাতনের স্বী’কার হয়েছিলেন আসমা খাতুন (১৯)। নি’র্যাতন স’ইতে না পেরে একমাস আগে দেশে ফিরে আসেন তিনি। কিন্তু দেশে ফিরেও তিনি ভুলতে পারেন নি সেই স্মৃতি, মা’নিয়ে নিতে পারেন নি আ’শেপা’শের সবার সাথে। তাই মা’নসিক য’ন্ত্রণা থেকে বাঁ’চতে আ’ত্নহ’ত্যার পথ বেছে নিলেন আসমা।
ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে বুধবার (২০ নভেম্বর)। আসমার মা রহিমা বেগম জানান, সৌদি আরব থেকে আসার পরই আসমাকে ম’নম’রা দেখা যায়। সৌদিতে শা’রীরিক নি’র্যাতনের শি’কার হয়েছিল সে। সে য’ন্ত্রণা স’হ্য করতে না পেরেই আসমা আ’ত্মহ’ত্যার পথ বে’ছে নেয় বলে ধা’রণা করা হচ্ছে। সরাইল থানার ভারপ্রা’প্ত ক’র্মক’র্তা মোঃ শাহাদাৎ হোসেন টিটু জানান,
সৌদি আরব থেকে ফিরেও মেয়েটি মা’নসিক য’ন্ত্রণার ম’ধ্যে ছিল। মা’নসিক তৃ’প্তির জন্য তাকে বোন জামাইয়ের বাড়িতে বেড়াতে পা’ঠানো হয়। সেখানেই একদিন থা’কার পর সে আ’ত্মহ’ত্যা করে। মা’নসিক য’ন্ত্র’ণা থেকেই সে আ’ত্মহ’ত্যা করে থাকতে পারে ধা’রণা করা হচ্ছে। এ বিষয়ে পরিবারের কোনো অ’ভিযোগ ছিল না।